ইতিহাসের গর্ভে হারিয়ে যাওয়া প্রাচীন সময়কাল, লোক-সাহিত্য, যাপনকথা মননশীল পাঠকদের সামনে তুলে আনার সঙ্গে সঙ্গে সাহিত্যের বিভিন্ন ধারা নিয়ে বই প্রকাশের জন্য চর্যা পাবলিশার্স এর প্রতিষ্ঠা। শ্রীমতী অঙ্গিরা দত্ত দন্ডপাট চর্যা পাবলিশার্স এর প্রতিষ্ঠাতা।
চর্যার প্রতিটি বই যথাযথ অলংকরণ, সুন্দর বাঁধাই এবং আকর্ষণীয় প্রচ্ছদ সমৃদ্ধ। আমরা পাঠকদের হাতে কোনো রকম শিপিং চার্জ ছাড়াই বই পাঠাই, বাংলার পাঠকদের বইমুখী করার চর্যার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
চর্যার বই মানেই ভালো বই।